ঢাকায় আকর্ষণীয় সুযোগ সুবিধায় নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অফিসার ইন-চার্জ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিসার ইন-চার্জ – টেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ/বিবিএ/ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইচআর অপারেশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ ও রিটেইল স্টোর সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে। অনূর্ধ্ব ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। মেডিকেল অ্যালাউন্স, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি ও বার্ষিক সেলারি রিভিউর সুবিধা ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২৭ নভেম্বর, ২০২১।
সূত্র : বিডিজবস