সিঙ্গারের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (১ এপ্রিল থেকে ৩০ জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার (২০ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আজ শনিবার (২২ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি চার টাকা ৭২ পয়সা আয় করেছে কোম্পানিটি। গত বছরের একই সময়ে আয় হয়েছিল এক টাকা ৪০ পয়সা।
চলতি হিসাববছরের দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে প্রতি শেয়ারে পাঁচ টাকা ৮৫ পয়সা আয় হয়েছে কোম্পানিটির। গত বছরের একই সময়ে এটি দুই টাকা ৩১ পয়সা ছিল।
দ্বিতীয় প্রান্তিক শেষে (৩০ জুন) সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩৪ টাকা ৮৩ পয়সা।