রাজিয়াস মেকওভার স্টুডিওর নতুন শাখা উদ্বোধন
স্বনামধন্য বিউটিশিয়ান রাজিয়া সুলতানা সম্প্রতি তাঁর ‘রাজিয়াস মেকওভার স্টুডিও’র নতুন শাখা রাজধানীর নিকুঞ্জ এলাকায় (হাউস নং ৫, রোড নং ১৭, নিকুঞ্জ-২, ঢাকা ) উদ্বোধন করেছেন।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজিয়া সুলতানা বলেন, ‘আমরা দীর্ঘদিন শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে সফলতার সাথে ধানমণ্ডি শাখায় গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকার পর গ্রাহকদের দোয়া ও ভালোবাসায় আমাদের দ্বিতীয় শাখাটি উদ্বোধন করেছি। আশা করছি, সব সময়ের মতো এবারও আমাদের অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন।’
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াসমিন, আফরোজা পারভীন, কাজী কামরুল ইসলাম, শারমিন কচি, সাদিয়া তাজমিন দোলা, আশনা হাবিব ভাবনা, জিনাত সানু স্বাগতা, বন্যা মির্জা, তানিয়া নুর প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা অতিমারির এই সময়ে উদ্যোক্তা রাজিয়া সুলতানার এমন উদ্যোগ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।