শিখে নিন ১০ মিনিটে পার্লারের মতো ব্লিচ করার পদ্ধতি
আমাদের অনেকেরই ব্যস্ততার জন্য পার্লারে যাওয়ার সময় হয় না। এ ক্ষেত্রে বাসায় বসেই ঘরে থাকা কিছু উপাদান দিয়ে ব্লিচ করে ফেলুন। এটি মধু দিয়ে তৈরি করতে হবে। যা আপনার মুখের সমস্ত ময়লা ভালভাবে পরিষ্কার করে ফেলবে। ত্বককে গভীরভাবে আর্দ্র রাখবে। এমনকি এই ব্লিচের সাহায্যে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। এ ছাড়া, আপনার ত্বকের ছিদ্র বন্ধ করতে বেশ ভাল ফলাফল দেবে। মুখের মরা চামড়া দূর করে ত্বক করে তুলবে উজ্জ্বল।
মধুর ব্লিচ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ
মধু ১ চা চামচ
হলুদ ১ চিমটি
বেকিং সোডা আধা চা চামচ।
মধুর ব্লিচ যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বাটিতে মধু, হলুদ এবং বেকিং সোডা মেশান। তারপর একটি ঘন পেস্ট তৈরি করুন এই উপাদানগুলো দিয়ে। তৈরি হয়ে গেল মধুর ব্লিচ।
যেভাবে মধু ব্লিচ প্রয়োগ করবেন
মধু ব্লিচ লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর ব্লিচটি মুখে লাগান। প্রায় ৩০ মিনিট রেখে দিন। তারপর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখে ময়েশ্চারাইজার লাগান। ভাল ফলাফলের জন্য, এটি সপ্তাহে ২-৩ বার লাগান। যদি বেকিং সোডা আপনার ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে, তবে এটি এড়িয়ে যাওয়া ভাল।
সূত্র- নিউজ ট্রাক