৭ ধাপে ঘরে বসে করুন ম্যানিকিউর
ঘরে বসেই করে ফেলুন ম্যানিকিউর। তবে এই ম্যানিকিউর করতে সবচেয়ে বেশি হতের ব্যবহার হয়। তাই আমাদের উচিত আমাদের হাত সব সময় পরিষ্কার রাখা। কয়েকটি সহজ সরঞ্জাম এবং কৌশলের সাহায্যে, আমরা ঘরে বসেই ম্যানিকিউর করে ফেলতে পারি। এতে করে সুন্দর, স্বাস্থ্যকর-সুদর্শন হাত ও নখ উপভোগ করতে পারব।
- প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ
বাড়িতে ম্যানিকিউর শুরু করার আগে,আপনার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা তা নিশ্চিত করুন। যেমন- নেইল ফাইল, কিউটিকল পুশার, কিউটিকল রিমুভার, নেইল বাফার, নেইল পলিশ রিমুভার, কটন প্যাড, বেস কোট, নেইল পলিশ এবং টপকোট। এবার এগুলো সব একসাথে হাতের কাছে রাখুন। এতে করে আপনাকে বার বার উঠে যেয়ে জিনিসপত্র আনতে হবে না।
- নেইলপলিশ তুলে ফেলুন
একটি তুলার প্যাড এবং নেইলপলিশ রিমুভার নিন। এবার আগে লাগানো নখের নেইলপলিশ তুলে ফেলুন।
- নখ ভিজিয়ে রাখুন এবং ছাঁটাই করুন
কিউটিকল বা ত্বক নরম করতে আপনার নখ কয়েক মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখুন। এবার কিউটিকল পুশার দিয়ে আলতোভাবে নখের কিউটিকলগুলিকে পেছনে ঠেলে দিন। কিউটিকল রিমুভার দিয়ে অতিরিক্ত ত্বক ছাঁটাই করুন।
- আকৃতি এবং ফাইল
নখগুলোকে পছন্দের সাইজ এবং শেপে কেটে ফেলুন। নখের ক্ষতি এড়াতে ফাইল করে নিন।
- বাফ এবং মসৃণ
একটি বাফারের সাহায্যে নখগুলো মসৃণ করে নিন। এটি আপনার নেইলপলিশ আরও দীর্ঘস্থায়ী হতে সাহায্য করবে।
- নেইলপলিশ প্রয়োগ করুন
আপনার নখ রক্ষা করতে একটি বেস কোট লাগান। এটি নেইলপলিশকে আরও ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে। নেইলপলিশের দুটি কোট লাগান। প্রতিটি কোটকে মাঝখানে শুকাতে দিন। এবার একটি টপকোট লাগিয়ে নিন।
- পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ
হাতের অন্য জায়গায় নেলপলিশ লেগে গেলে তা রিমুভার দিয়ে মুছে নিন। এবার হাত ময়শ্চারাইজড রাখতে তেল বা লোশন লাগান।
সূত্র- হিন্দুস্তান টাইমস