ত্বক উজ্জ্বল রাখতে কি করেন জাহ্নবী?
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, সৌন্দর্যের প্রতীক। ওয়েস্টার্ন পোশাক কিংবা দেশী লুক, সব ক্ষেত্রেই তাকে সুন্দর লাগে। তার ত্বক সব সময় উজ্জ্বল দেখায়। তিনি মাঝে মাঝে ওয়ার্কআউট সেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। যেখানে তাকে বেশ নিখুঁত দেখায়। এর পিছনে রয়েছে কিছু রহস্য। আপনিও তার মত ত্বক পেতে চাইলে মেনে চলুন কিছু স্কিনকেয়ার রুটিন।
বরফ প্রয়োগ
ঘাম ঝরানোর পরে, জাহ্নবী আলতো করে তার ত্বকে বরফ প্রয়োগ করেন। তিনি মুখের ছিদ্রগুলো বন্ধ করার পরামর্শ দেন। বরফ ঘষলে ছিদ্রগুলো শক্ত হয়। ময়লা আটকে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
ত্বক পরিষ্কার করুন
জাহ্নবী কাপুরের ত্বকের গ্লো’র জন্য দায়ী ক্লিনজিং পদ্ধতি। ওয়ার্কআউটের পর অবশ্যই ত্বক ভাল করে ধুতে হবে। এতে জমে থাকা ঘাম, তেল এবং ময়লা দূর হবে। ত্বকের ধরণ অনুযায়ী উপযুক্ত ক্লিনজার বেছে নিন।
হাইড্রেশন
ত্বক পরিষ্কার করার পর, আর্দ্রতা পুনরুদ্ধার করার সময় আসে। জাহ্নবী কাপুর তার ত্বককে পুষ্টি দেওয়ার জন্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরা হাইড্রেটিং সিরাম ব্যবহার করেন।
ময়শ্চারাইজার
স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে, জাহ্নবী কাপুর নন-কমডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেন।
সানস্ক্রিন
বাইরে গেলে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। ওয়ার্কআউটের পরে বাইরে যেতে হলে ইউভি সুরক্ষা অবশ্যই আবশ্যক। জাহ্নবী তার ত্বককে ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করার জন্য কমপক্ষে এসপিএফ ৩০যুক্ত সানস্ক্রিন বেছে নেন।
সূত্র- বোল্ডস্কাই