আজ 'ধন্যবাদ' জানানোর দিন
আজ ১১ জানুয়ারি, ধন্যবাদ দিবস (থ্যাংক ইউ ডে)। ডেজ অব দ্য ইয়ারের তথ্য, আদ্রিয়েন সু কুপারস্মিথ নামের যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এই দিনটি ‘উদ্যাপন গুরু’ করেন। ১৯৯৪ সালে তার ব্লগে ‘ধন্যবাদ দিবস’ পালনের ধারণা তুলে ধরেছিলেন তিনি।
প্রতি বছর ১১ জানুয়ারি 'আপনাকে ধন্যবাদ বা 'থ্যাঙ্ক ইউ ডে' পালন করা হয়। যে ব্যক্তি সামান্য অবদানের মাধ্যমেও আপনার জীবনকে সুন্দর করে তুলেছে তাঁকে আজ মন খুলে জানিয়ে দিন 'থ্যাঙ্ক ইউ'।
‘ধন্যবাদ’ শব্দটির উৎপত্তি ৪৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে বলে মনে করা হয়। ১৪০০-এর দশকে ইউরোপীয়রা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা কার্ড বিনিময় শুরু করেন। ধারণা করা হয় তখন এসব কার্ডে ‘ধন্যবাদ’ বা ‘থ্যাঙ্কস’ লেখার প্রচলন শুরু হয়েছিল।
দিনটি উদযাপনের করার জন্য আপনি আপনার পছন্দের মানুষকে লিখুন 'তোমাকে ধন্যবাদ'। ফেসবুকের ইনবক্সে, কিংবা মেইলে তাকে শুভেচ্ছা জানান। বিশেষ দিনের কথা স্মরণ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখুন 'তোমাকে ধন্যবাদ'। মনে রাখবে ধন্যবাদ একটি জাদুকরী শব্দ। আর এটি মানুষের আত্মবিশ্বাস বাড়ায়।