রুট-মালানের ব্যাটে আশা দেখছে ইংল্যান্ড
অ্যাশেজে ইনিংসের প্রথম ইনিংস কেটেছে চরম হতাশায়। অস্ট্রেলিয়ার পেস বোলারদের দাপটে অল্পতেই গুটিয়ে যায় ইংল্যান্ড। তবে, প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ঠিক প্রতিরোধ গড়ে তুলেছে। অধিনায়ক জো রুট এবং ডেভিড মালানের ব্যাটে অনেকটাই চাপ কাটিয়ে উঠেছে ইংল্যান্ড।
ব্রিসবেনে আজ শুক্রবার টেস্টের তৃতীয় দিন ২ উইকেটে ২২০ রান নিয়ে শেষ করেছে ইংল্যান্ড। এখনও ৫৮ রানে পিছিয়ে আছে জো রুটের দল। দিন শেষে উইকেটে ৮৬ রানে অপরাজিত আছেন রুট। তাঁর সঙ্গে ৮০ রানে অপরাজিত আছেন মালান।
এর আগে প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪২৫ রান। দেড়শ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড।
প্রথম ইনিংসে ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। যদিও এই ইনিংসের শুরুটাও ভালো ছিল না। দলীয় ২৩ রানেই ওপেনার রোরি বার্নসকে হারায় সফরকারীরা। ১৩ রানে ফেরেন ইংলিশ ওপেনার। এরপর দলীয় ৬১ রানে আরেক ওপেনার হাসিব হামিদও ফেরেন সাজঘরে। তিনি করেন ২৭ রান। দুই ওপেনার ফেরার পর হারের শঙ্কা জাগে ইংলিশ শিবিরে।
তবে, এই অঘটন ঘটতে দেননি মালান ও রুট। তৃতীয় উইকেটে মালানের সঙ্গে দারুণ জুটি উপহার দেন অধিনায়ক রুট। শুরুর চাপ সামলে দুজন মিলে গড়েছেন ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি। দুই তারকার ব্যাটেই ব্রিসবেনে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড।
রুট-মালান দুজনই এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ১৫৮ বলের ইনিংসে ১০ বাউন্ডারিতে ৮৬ রানে অপরাজিত আছেন রুট। তাঁর সঙ্গে ১৭৭ বল খেলে ৮০ রানে অপরাজিত আছেন মালান। তাঁর ইনিংসটিও সাজানো ছিল ১০টি বাউন্ডারি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৪৭/১০, ৫০.১ ওভার (বাটলার ৩৯, পোপ ৩৫, কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/২৫)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৪২৫/১০, ১০৪.৩ ওভার (হেড ১৫২*, ওয়ার্নার ৯৪, মার্নাস ৭৪, স্টার্ক ৩৫; রবিনসন ৩/৫৮, উড ৮৫/৩)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ২২০/২, ৭০ ওভার (হাসিব ২৭, ররি ১৩, রুট ৮৬, মালান ৮০; প্যাট কামিন্স ১/৪৩, স্টার্ক ১/৬০)।