দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত, নিউজিল্যান্ডে পৌঁছে তাসকিন
ক্রিকেটে খুব বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও টানা দুই সিরিজে হেরেছে বাংলাদেশ। টানা পরাজয়ের গ্লানি নিয়ে এবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডে পৌঁছে দেশের জন্য আরো ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
বিশ্বকাপ থেকে ফেরার পর বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ দল। ঘরের মাঠে টানা দুই সিরিজ খেলে উড়াল দিয়েছে নিউজিল্যান্ডে। তবে কিউইদের মাটিতেও যে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অতীত পরিসংখ্যান অন্তত সেটাই বলে। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩৩ ম্যাচ খেলে এখনো কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ দল। তবুও এবার ভালো কিছুর আশায় বাংলাদেশ। নিউজিল্যান্ড পৌঁছে এক ভিডিও বার্তায় তেমনটাই বললেন তাসকিন।
বিসিবির পাঠানো ভিডিও বার্তা তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু। সবাই সুস্থভাবে পৌঁছেছি। আমাদের এখন সাতদিন রুম কোয়ারেন্টাইন হবে।’
এরপর এই পেসার বলেন, ‘কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলোও ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
করোনা মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার গেল সাদা-পোশাকের ক্রিকেট খেলতে।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।