বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ওই গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী ফিরোজ হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ওসি।