চার তরুণীসহ গ্রেপ্তার ছাত্রলীগনেতা ও সহযোগীদের দণ্ড
চট্টগামের নাছিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে চার তরুণীসহ গ্রেপ্তার ছাত্রলীগনেতা ও তার পাঁচ সহযোগীকে ৩০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পুলিশ নাছিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার তরুণীসহ পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
আজ সকালে গ্রেপ্তারকৃত ১০ জনকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় আসামিরা দোষ স্বীকার করায় আদালত প্রত্যেক আসামিকে ৩০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
এর আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানিয়েছিলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে নাছিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে চার তরুণীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিসি আরাফাতুল ইসলাম জানান, একটি দোতলা ভবনের নিচতলায় অসামাজিক কাজে লিপ্ত ছিলেন আসামিরা। অসামাজিক কাজের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে আছে। এখানে অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করেছে পুলিশ। দলীয় নেতাকর্মী তাদের দেখার বিষয় নয়। তাই তাদের সবাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।