সুরিটোলার জুতার গুদামে অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় চতুর্থ তলার একটি ভবনের দ্বিতীয় তলার জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা বলেন, ‘পুরান ঢাকার সুরিটোলার চারতলা একটি ভবনের দুই তলায় জুতার গুদামে আগুন লাগার খবর পাই বিকেল ৪টা তিন মিনিটে। খবর পাওয়ার পরই আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ শুরু করে। পরে ৪টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
‘প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও আমরা নিশ্চিত হতে পারেনি’, যোগ করেন রোজিনা।