গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
নিহত কৃষক নজির হোসেন (৫০) মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে।
আজ সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজির মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, গত রোববার বিকেলে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু নিহত কৃষক নজির হোসেনের আমন ক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ফেলে। এতে নজির হোসেন গরুটিকে ধানক্ষেত থেকে বের করে দিলে ক্ষিপ্ত হন মদরিছ মিয়া। এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কবির্তক শুরু হলে মান্নারগাঁও ও জালালপুর দুই গ্রামের মধ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালা গুরুতর আহত হন কৃষক নজির হোসেনসহ ১১ জন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে নজির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল জানান, এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।