ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নেপালের সঙ্গে ড্র করেছিল প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ছন্দ খুঁজে পেয়েছে লাল-সবুজের দলের মেয়েরা। আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।
এদিন বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন ও শাহেদা আক্তার। আর একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ দল। তহুরা করেন গোলটি। ৪১ মিনিটে শাহেদা ব্যবধান দ্বিগুণ করেন। মারিয়া মান্দার বাড়িয়ে দেওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। প্রথমার্ধের ইজনুরি সময়ে তহুরা দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৭ মিনিটে শাহেদার আলতো চিপ ভুটানের গোলরক্ষক কারমা ইউদেনের হাত ফসকে বল জালে জড়ায়।
৬৭ মিনিটে মারিয়ার শট ফিস্ট করে ফেরান ভুটান গোলরক্ষক। এরপরই বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বক্সে জটলা থেকে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্দা।
আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।