বিএনপিনেতা আলালের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে খুলনা সদর থানায় গতকাল রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী খুলনা জেলা আইনজীবী সমিতির ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী সম্পর্কে জঘন্য ভাষায় বিভিন্ন ধরনের কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মামলাটি গ্রহণ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় মামলাটি গ্রহণ করা হয় বলে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে “সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ২. ফেসবুক আইডি ‘মুসাদ্দুক জায়গিরদার’ পরিচালনাকারী,৩. ইউটিউব চ্যানেল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি পরিচালনাকারী, অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে এই এজাহার দায়ের করা হলো।”
অ্যাডভোকেট সাইফুল ইসলাম এজাহারে আরও বলেন, ফেসবুক আইডিতে তিনি দেখতে পান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ০১/১০/২০২১ তারিখে জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জঘন্য ভাষায় বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এবং সেই বক্তব্য বিএনপির ইউটিউব চ্যানেলে অপলোড করে প্রচার হচ্ছে।
গতকাল রাতে মামলাটি দায়ের করা হলেও আজ দুপুরের পর মিডিয়াতে প্রচারে আসে।