হায়দরাবাদের কোচ হলেন ব্রায়ান লারা
গত আইপিএলটা খুব একটা ভালো কাটেনি সানরাইজার্স হায়দরাবাদের। লিগ তালিকায় তলানিতে ছিল তারা। ২০১৬ সালের চ্যাম্পিয়ন দলটি এবার ঢেলে সাজিয়েছে তাদের কোচিং প্যানেল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা হায়দরাবাদের পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবারই ব্যাটিং কোচ হিসেবে ব্রায়ান লারাকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ। শুধু তাই নয়, পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ডেল স্টেনকে নিয়োগ দেয় তারা। স্পিন কোচ হিসেবে থাকছেন মুত্তিয়া মুরালিধরন। ফিল্ডিং কোচ হেমাং বাদানি।
দলের কোচ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে টম মুডিকে। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ।
এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত, সাত বছর হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন মুডি। তাঁর অধীনে ২০১৬ সালে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। এ ছাড়া তাঁর অধীনে পাঁচবার প্লে-অফে উঠেছে দলটি।
আগামী ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম।