তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন তারকাকে দলে ভিড়িয়েছে ঢাকা। সরাসরি চুক্তিতে নিয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। আর, প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে তামিম ও মাশরাফীকে।
আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তিনি। তামিমের সঙ্গে রুবেলকে নিয়েছে ঢাকা। এ ছাড়া প্রথম রাউন্ডের দুই সেটে দল পেয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা।
দ্বিতীয় রাউন্ডের চতুর্থ সেট শেষে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে দলে নিয়েছে ঢাকা। একই দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, শুভাগত হোম এবং রুবেল হোসেন।
লিটন দাসকে প্রথম সেটে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় সেটে তারা নিয়েছে শহীদুলকে। দুই সেটে শরিফুল ও আফিফকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেখ মেহেদী ও সৌম্যকে নিয়েছে খুলনা টাইগার্স। সিলেট নিয়েছে সৈকত ও মিঠুনকে। ফরচুন বরিশাল নিয়েছে সোহান ও নাজমুল শান্তকে।
দ্বিতীয় রাউন্ড শেষে দল পেলেন যাঁরা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী এবং মুকিদুল ইসলাম।
খুলনা টাইগার্স : শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি এবং ইয়াসির আলী রাব্বি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস এবং তানভীর হোসেন।
সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন এবং নাজমুল ইসলাম অপু।
ঢাকা : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী এবং শুভাগত হোম।
ফরচুন বরিশাল : নুরুল হাসান সোহান, নাজমুল হোসেনশান্ত, মেহেদী হাসান রানা এবং ফজলে মাহমুদ রাব্বি।