সংগ্রাম করেই বেগম জিয়া ও গণতন্ত্র ফিরিয়ে আনব : টুকু
‘যে পালাবে সে মরবে। যে ঘুরে দাঁড়াবে সেই জিতবে। আসুন আমরা সংগ্রাম করি। সংগ্রাম করেই বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে ফিরিয়ে আনি।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু কেন? আপনারা জানেন ভোট আসে, ভোট যায় কিন্তু আপনাদের ভোট লাগে না। আমরা জনগণের ভোট নিয়েই নির্বাচিত হয়েছি। আজকে আমাদের উপর যে আক্রমণ করা হয়েছে সে রকম আক্রমণ হবে। আমরা সংগ্রাম করব। আমরা তাদের সঙ্গে সংগ্রাম করেই জয়লাভ করব।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাসুদ রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হামান রানা প্রমুখ।