ব্যাটাররা উপভোগ করবে, বোলারেরাও মজা পাবে : মুমিনুল
নিউজিল্যান্ডে খুব কঠিন পরীক্ষা দিয়ে নতুন বছর শুরু করবে বাংলাদেশ। বছরের প্রথম সিরিজেই সামলাতে হবে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনারদের। এ ভয়ংকর আক্রমণের বিরুদ্ধে লড়তে দলগত পারফরম্যান্সের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সতীর্থদের তেমনই বার্তা দিলেন মুমিনুল। একই সঙ্গে নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটে-বলে দুই বিভাগেই ক্রিকেটারেরা সুবিধা করতে পারবেন বলে জানালেন সফরকারী অধিনায়ক।
মাউন্ট মঙ্গানুইতে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
মূল লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমরা যতগুলো টেস্ট জিতেছি, তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে, ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরি। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।’
নিউজিল্যান্ডের উইকেটে চ্যালেঞ্জ কেমন হবে সে ধারণা দিয়ে অধিনায়ক বললেন, ‘আপনি নিউজিল্যান্ডে আসার আগে যে রকম চিন্তা করবেন, উইকেট এরকমই হবে। বিদেশে খেলার সময় মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। উইকেট খুব চ্যালেঞ্জিং হবে—এরকম চিন্তা করলে হবে না। আমার কাছে মনে হয়, ব্যাটিং করলে ব্যাটারেরা ভালো উপভোগ করবে, বোলারেরাও বল করে মজা পাবে। প্রথম দিকে চ্যালেঞ্জ হয়তো একটু বেশি থাকবে। নিউজিল্যান্ডে সবসময় প্রথম এক-দেড় ঘণ্টা চ্যালেঞ্জিং হয়।’
আশার কথা শুনিয়ে বাংলাদেশি তারকা আরও বলেন, ‘অনুশীলন বেশ ভালো হয়েছে। আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করাই ভালো। সবসময় আশাব্যাঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিত। নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন, তাহলে ভালো ফলাফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।’