নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করা বাংলাদেশের লক্ষ্য
বে ওভালে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের পেসাররা। প্রথম দিনে বোলাররা ভালো করেছেন বলে মনে করেন দুই উইকেট নেওয়া শরিফুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডকে দ্বিতীয় দিনে দ্রুত অলআউট করার লক্ষ্য তাঁদের।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল ইসলাম বলেন, ‘প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বল করে। মুভমেন্ট ছিল, ভালো সুইং ছিল নতুন বলে। এর পর উইকেট কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। বল সোজা যাচ্ছিল। আমরা যখন দেখেছি বল সোজা যাচ্ছে, তখন লাইন একটু পিছিয়ে নিয়েছিলাম। এতে স্কোর করা একটু কঠিন হয় ব্যাটারদের জন্য।’
বাংলাদেশি এই পেসার আরও বলেন, ‘কনওয়ের উইকেট গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তখন সে ভালো ব্যাট করছিল। মুমিনুল ভাই এসে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন। তা দলের খুবই কাজে এসেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব দ্বিতীয় দিনে। লক্ষ্য থাকবে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করা।’
আজ শনিবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ৩২ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস। আর শেষ দিকে ১১ রান করে ফেরেন ব্লান্ডেল। কনওয়ে ২২৭ বলে খেলেন ১২২ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৫৩ রান দিয়ে দুই উইকেট নেন শরিফুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুমিনুল হক ও ইবাদত হোসেন।