ফুটপাতবাসীকে পুনর্বাসনে সালমানের পরিকল্পনা
মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত মানুষকে হত্যার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে আদালতের রায়ে তিনি নির্দোষ হিসেবে মুক্তি পেয়েছেন। তিনি সালমান খান। বলিউডের মেগাস্টার। আগামী ২৭ ডিসেম্বর তাঁর ৫০তম জন্মদিন। আর এই দিনে নতুন একটি ঘোষণা নিয়ে আসতে পারেন সালমান।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিজের জন্মদিনে ফুটপাতবাসীকে পুনর্বাসনের নতুন ঘোষণা দিতে পারেন সালমান। ফুটপাতবাসীর পুনর্বাসনে কাজ শুরু করতে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বিইং হিউম্যান।
নিজের ৫০তম জন্মদিনেই সালমান এই কার্যক্রমের ঘোষণা দেবেন বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। সালমানে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুটপাতবাসীর পুনর্বাসন কার্যক্রমের জন্য এক কোটি রুপি বরাদ্দ করেছেন সালমান। এসব ফুটপাতবাসী যেন মাথার ওপর ছাদ পায় সেটা নিশ্চিত করাই এই কার্যক্রমের উদ্দেশ্য।
২০০২ সালের দুর্ঘটনায় সালমানের গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন একজন, আহত হয়েছিলেন চারজন। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আদালতের আঙিনায় সালমানকে দৌড়াতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। এবার তাই ‘নির্দোষ’ সালমান হয়তো মনের তাড়না থেকেই দাঁড়াতে চান ফুটপাতের মানুষগুলোর পাশে।