‘আমরা করব জয়’ গানে অবিস্মরণীয় জয় উদযাপন
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা পাঁচ দিন মাউন্ট মঙ্গানুইয়ে দাপট দেখিয়ে এই সাফল্য পায় টাইগাররা। বিশেষ করে পেসার ইবাদতের পারফরস্যান্স ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ৪৫৮ রান গড়ে টাইগাররা। তাই প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয় মুমিনুলের দল।
দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তারা বাংলাদেশকে মাত্র ৪০ রানের লক্ষ্য দেয়। মাত্র ২ উইকেট হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ শেষে ড্রেসিংরুমে বাঁধ-ভাঙা উল্লাসে মেতে ওঠে মুমিনুল-মুশফিকরা।
ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয় উদযাপন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গান শুরুর আগে সবাইকে উৎসাহ দিয়ে মুশফিক বলেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ করো।’
এরপরই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ গানটি সবাই গান।