হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের যুবাদের
বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে যুব বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটা মোটেই ভালো হলো না। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের যুবাদের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশের যুবারা।
গতকাল রোববার রাতে সেন্ট কিটসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
আসরে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫১ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ উইকেটে রিপন মণ্ডল ও নাইমুর রহমানের ৪৬ রানের জুটিতে কোনোরকমে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৩৩ রান করেন রিপন মণ্ডল। বাকিদের ইনিংস মুখ থুবড়ে পড়ে।
এ ছোট লক্ষ্য তাড়া নেমে মাত্র ২৫.১ ওভারেই জয়ের নাগাল পেয়ে যায় ইংল্যান্ড যুব দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার জ্যাকব। জেমিস করেন ২৬ রান।
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে ইংল্যান্ড ছাড়া অন্য দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও কানাডা। আগামী ২০ জানুয়ারি কানাডা এবং ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে, এ দুটি ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে না।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ যুব দল : ৩৫.৩ ওভারে ৯৭ (মাহফিজুল ৩, আরিফুল ৪, নাবিল ০, আইচ ১৩, ফাহিম ১, আশিকুর ৯, মামুন ৪, মেহরব ১৪, রকিবুল ০, নাইমুর ১১, রিপন ৩৩*; বয়ডেন ৯-৪-১৬-৪, সেলস ৯-২-২৯-১, ফাতেহ ৬-০-২৯-১, অ্যাস্পিনওয়াল ৮-১-১৮-২, প্রেস্ট ২.২-১-৫-১, বেথেল ১-১-০-০)
ইংল্যান্ড যুব দল : ২৫.১ ওভারে ৯৮/৩ (থমাস ১৫, বেথেল ৪৪, প্রেস্ট ৪, রিউ ২৬*, লুক্সটন ৬*; আশিকুর ৪-৩-৪-০, মেহরব ৬-২-২৫-০, রকিবুল ৪-১-১৩-১, রিপন ৬-১-২৩-১, আরিফুল ২.১-০-১১-০, নাইমুর ৩-০-২২-০)
ফল : ইংল্যান্ড যুব দল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জশুয়া বয়ডেন।