বিপিএলে পুষ্পতে মজেছেন সাকিব-ব্রাভোরা
বক্স অফিসে ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’। সিনেমাটিতে পুষ্পর ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। ছবিটি মুক্তি পাওয়ার পর সাড়া বেশ ফেলেছে। সিনেমাপ্রেমীরা মজেছেন পুষ্পর অভিনয়ে।
বাদ যাননি ক্রিকেটাররাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল ইসলাম অপুরা রীতিমত পুষ্পর অভিনয় অ্যাকশনকে উদযাপনের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন।
ছবিতে পুষ্প থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলান। যা অ্যাকশন সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাকশনটিকেই উদযাপনের মন্ত্র হিসেবে ব্যবহার করছেন সাকিবরা।
শুরুটা করেন সিলেট সানরাইজার্সে খেলা নাজমুল ইসলাম অপু। এরপর একই কায়দায় উদযাপন করেন সাকিব-ব্রাভো। গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটিতে দারুণভাবে পুষ্প’কে ফুটিয়ে তোলেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো। উইকেট নিয়ে অর্জুনের মতোই এক কাঁধ ঝুঁকিয়ে হাঁটলেন বরিশালের হয়ে খেলা ব্র্যাভো। বরিশালের অধিনায়ক সাকিবও অনুকরণ করলেন পুষ্পকে। তাঁদের এই উদযাপনের মুহূর্তগুলো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
এমন উদযাপন নিয়ে নাজমুল অপু বলেন, ‘পুষ্প ছবিটি দেখেছি। ওখানে নায়ক সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। খুব ভালো লেগেছে। এজন্য চিন্তা করলাম চ্যালেঞ্জ নেওয়া উচিত।’
শুধু বিপিএল নয়, সুদূর অস্ট্রেলিয়াতেও ছড়িয়েছে পুষ্পর সৌরভ। পুষ্পর প্রেমে পড়েছেন অসি তারকা ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ইনস্টাগ্রাম ছেয়ে গেছে পুষ্প’র অঙ্গভঙ্গিতে। তাঁর বানানো ভিডিওগুলো সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।