শেষ আট থেকেই বাংলাদেশের অভিযান শেষ
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সে তারাই কি না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। ভারতের কাছে তারা হেরেছে ৫ উইকেটে। তাই শেষ আট থেকেই লাল-সবুজের দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।
গতকাল শনিবার দিবাগত রাতে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১১১ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে ১১৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মেহরাব হাসান। আইচ মোল্লা করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
ভারতের হয়ে রবি কুমার ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই উইকেট নেন স্পিনার ভিকি ওসওয়াল।
ছোট লক্ষ্যে ৭০ রানের জুটি গড়ে জয়ের দিকে নিয়ে যান অংকৃশ রঘুভানশি ও শেখ রশিদ। ৩১ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রিপন দলের হার এড়াতে পারেননি।
প্রথম সেমি-ফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ভারত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩৭.১ ওভারে ১১১ (মাহফিজুল ২, নাবিল ৭, আইচ ১৭, আরিফুল ৯, রকিবুল ৭, মেহরব ৩০, আশিকুর ১৬, তানজিম ২, রিপন ২*; রাজবর্ধন ৭.১-০-১৯-১, রবি ৭-১-১৪-৩, ওসওয়াল ৯-১-২৫-২, তাম্বে ৬-০-২৭-১, রঘুভানশি ২-১-৪-১)।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল : ৩০.৫ ওভারে ১১৭/৫ (রঘুভানশি ৪৪, রশিদ ২৬, ইয়াশ ২০*, সিদ্ধার্থ ৬, তাম্বে ১১*; তানজিম ৭-১-৩৪-১, রিপন ৯-১-৩১-৪, রকিবুল ৮.৫-২-৩০-০)।
ফল: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রবি কুমার।