রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেনা পাঠানোর পরিকল্পনা নেই : ন্যাটো
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে ন্যাটো-বহির্ভূত দেশ ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই তাদের। রোববার তিনি একথা বলেন।
বিবিসি টেলিভিশনের পক্ষ থেকে এদিন স্টলটেনবার্গের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তিনি সেখানে ন্যাটো সেনা মোতায়েন নাকচ করবেন কি-না।
জবাবে তিনি বলেন, ‘ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা সমর্থন দেওয়ার দিকেই মনোনিবেশ করছি।’
‘ন্যাটোর সদস্য হওয়া আর ইউক্রেনের মতো অত্যন্ত শক্তিশালী ও মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য আছে। এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই,’ বলেন স্টলটেনবার্র্গ।
রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো। তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।
তারপরেও ইউক্রেনকে সহযোগিতা করতে ওই অঞ্চলে যুক্তরাজ্য এরই মধ্যে সেনা সংখ্যা বাড়ানোর চিন্তা-ভাবনা করার কথা জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সম্ভাব্য সেনা মোতায়ন করা হলে তা ‘ক্রেমলিনকে স্পষ্ট বার্তা দেবে’।