ঢাবির গেস্টরুমে নির্যাতন : বহিষ্কৃত তিনজনই ছাত্রলীগকর্মী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত তিনজনই ছাত্রলীগকর্মী। গত সপ্তাহে শিক্ষার্থী আকতারুল ইসলামকে নির্যাতনের অভিযোগ তদন্ত শেষে আজ বুধবার বহিষ্কারের তথ্য জানায় বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসন।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বহিষ্কারের বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘গত সপ্তাহে হলের এক ছাত্রকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাই। পরে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিন ছাত্রকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।’
তদন্তের বিষয়ে কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহ মিরান বলেন, ‘আমাদের কাছে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। আমরা সবার কথা শুনে, সিসিটিভি ফুটেজ দেখে, তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যেই হল প্রভোস্টের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিই।’
অধ্যাপক মুহাম্মদ শাহ মিরান বলেন, ‘আমরা তিনজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছি। বাকি তিনজনের বিরুদ্ধে প্রমাণ না থাকায় অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের জড়িত না থাকার বিষয়টি বাদীও পরে নিশ্চিত করেছে।’
গত ২৬ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আকতারুল ইসলাম নামে এক ছাত্রকে নির্যাতন করেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। ছাত্রলীগের কথিত গেস্টরুমে যথাসময়ে উপস্থিত না পেয়ে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তাঁরা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুসের অনুসারী বলে নির্যাতিত আকতার হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহ মিরানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির। এরপর আজ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন হল প্রশাসন।