চট্টগ্রামে বাংলাদেশ দল
আর কদিন বাদে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। খেলবে সীমিত ওভারের সিরিজ। এই সিরিজের তিনটি ওয়ানডে হবে চট্টগ্রামে। সিরিজে অংশ নিতে এরই মধ্যে চট্টগ্রামে গিয়েছে বাংলাদেশ দল।
বিসিবি সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। গতকাল শনিবার কোভিড পরীক্ষা করানো হলে ‘পজিটিভ’ আসে তাঁর। তাই আইসোলেশনে রয়েছেন তিনি।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
সিরিজটি খেলতে এরই মধ্যে আফগানিস্তান দল ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে। তারা সিলেটে অনুশীলন ক্যাম্প করছে। সেখান থেকে তারা সরাসরি চট্টগ্রামে যাবে।
২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান দল। সেই সফরে জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। সে সময় বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজও খেলেছিল আফগানিস্তান। চট্টগ্রামে হওয়া সেই টেস্টে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ।
আর ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়।