আজ কোভিড টিকার বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেবেন।
খালেদা জিয়া আজ বেলা আড়াইটায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেওয়ার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ আগস্ট কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। এর এক মাস আগে ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। দুটি টিকাই মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেন তিনি।