তাসকিনের এ কেমন দুর্ভাগ্য!
পেসার তাসকিন আহমেদের ডেলিভারিতে ক্যাচ মিস—এটি যেন বাংলাদেশের ক্রিকেটের খুব পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ব্যতিক্রম হয়নি। তাসকিনের বলে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ।
ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। তাসকিন আহমেদের শর্ট বলে পুল করেন ইব্রাহিম জাদরান। বল চলে যায় স্কয়ার লেগে বাউন্ডারি লাইনে। সেখানে থাকা মাহমুদউল্লাহ অনেক সময় পেয়েছিলেন।
কিন্তু, একটু এগিয়ে বলের নিচে যাওয়ার চেষ্টা করেননি মাহমুদউল্লাহ। জায়গায় থেকেই ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, ক্যাচ নিতে পারলেন না। ভারসাম্য হারিয়ে সহজ ক্যাচ মিস করেন তাসকিন। সে সময় ৩ রানে খেলছিলেন ইব্রাহিম। এরপর জীবন পেয়ে ইব্রাহিম ২৩ বলে ১৯ রান করেন। উইকেটের সুযোগ হাতছাড়া হওয়ায় তাসকিনকে বেশ হতাশ হতে দেখা যায়।
সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে হারিয়েছে অতিথিরা। মুস্তাফিজুর রহমানের বলে বাংলাদেশ অধিনায়ক তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রহমতউল্লাহ। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে সফরকারীরা।
সে ধাক্কা সামলে অবশ্য দ্বিতীয় জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে আফগানিস্তান। কিন্তু আফগানদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না শরিফুল। তাসকিনের বলে জীবন পাওয়া ইব্রাহিমকে ফিরিয়ে আফগানদের দ্বিতীয় জুটি ভাঙেন তরুণ এই পেসার। ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে অতিথিরা।