সিডন্সকে নিয়ে আলোচনা, ক্ষুব্ধ ডমিঙ্গো!
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স। অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের পর এই দায়িত্ব পান তিনি। শুরুতে কথা ছিল জাতীয় দল ও বয়স ভিত্তিক দলের ব্যাটিং বিভাগ দেখভাল করবেন এই অস্ট্রেলীয়। পরে অবশ্য শোনা যায় ডমিঙ্গোর পরিবর্তে দায়িত্ব নিতে পারেন সিডন্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের চরম ব্যর্থতার কারণে ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে অবশ্য তিনি টিকে যান। তাঁর অধীনে নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জিতে বাংলাদেশ। দলের প্রধান কোচ হিসেবে নিরাপদ অবস্থানে চলে যান তিনি। তারপরও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হওয়ায় ক্ষুব্ধ হন এই সাউথ আফ্রিকান কোচ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘কোচ হিসেবে আমার থাকা না থাকার বিষয়ে আপনাদের উচিত বিসিবিকে প্রশ্ন করা। আমার যদি সে বিশ্বাস না থাকতো, তাহলে একটা জাতীয় দলের কোচিংয়ে থাকতাম না। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এটি গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার ও দলের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে সেটি নিয়ে আপনারা লিখতে পারেন। খেলোয়াড়দের এই সব গুঞ্জন থেকে দূরে রাখাটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’
ডমিঙ্গো আরো বলেন, ‘বেশিরভাগ সময় আপনাদের লেখা আমি বুঝতে পারি না। এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
এদিকে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘তিনি (সিডন্স) একজন অভিজ্ঞ কোচ। বিশ্বের প্রায় সবখানে কাজ করেছেন। তিনি জানেন কিভাবে কোচিং করাতে হয়। এই খেলোয়াড়দের আমার চেয়েও বেশি জানেন তিনি। কারণ আগেও তিনি এখানে ছিলেন। তাকে সঙ্গী হিসেবে পেয়ে ভালো লাগছে।’