সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সে লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করেছিল আফগানিস্তান। তাদের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিম ইকবালের দল।
আজ জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। এখন ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে। আর, ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত।
এ ছাড়া সিরিজ জিততে পারলে, তা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে সাহায্য করবে বাংলাদেশকে। বর্তমানে পাকিস্তানের ঠিক পেছনে সপ্তম স্থানে রয়েছে টাইগারেরা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে টপকে যাবে পাকিস্তানকে।
অন্যদিকে, সুপার লিগে এই প্রথম হেরেছে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ছয় ম্যাচ জিতেছিল তারা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান নয় ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়টিতে জিতে এগিয়ে বাংলাদেশ। তিনটিতে জয় পেয়েছে আফগানরা।
তবে, টি-টোয়েন্টিতে এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের চারটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে।
প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। অবশ্য আফগানিস্তান নিজেদের একাদশে তিন পরিবর্তন এনেছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।