অভিষেকে রাঙাতে চায় বাংলাদেশের মেয়েরা
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম অংশগ্রহণেই নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ দল। লাল-সবুজের দলের অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যে আশাবাদী দল।
২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় লাল-সবুজের দলের মেয়েরা।
১৯৯৯ সালে ছেলেদের বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের। প্রায় ২৩ বছর পর নারীদের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে দলের।
কাল শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে এই ম্যাচ। দলের সাফল্যে আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমাদের জন্য প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্য মাঠে নামতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারনা আছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে সাফল্য আসবে বলে আশাবাদী।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই আমরা। এটি আমাদের প্রথম বিশ্বকাপ, স্মরণীয় করে রাখতে চাই। আমরা প্রতিপক্ষের নাম দেখতে চাই না, যে কোনো দল হোক, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই। তাহলেই সাফল্য আসবে।’
বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সুযোগ আছে বলেও মনে করেন নিগার সুলতানা, ‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। দল হিসেবে আমরা অনেক কষ্ট করেছি, এখানে আসার জন্য, ভালো কিছু করার জন্য। আমাদের অনেক ভালো কছু করার সুযোগ আছে।’
বাংলাদেশ দল ওয়ানডে মর্যাদা পেয়েছিল ২০১১ সালের নভেম্বরে। গত ১১ বছরে সব মিলিয়ে ৪২টি ম্যাচ খেলেছে দল।