ইউক্রেনের মারিওপোলে নতুন যুদ্ধবিরতি : সিটি কাউন্সিল
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে স্বল্প সময়ের নতুন যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে বলে জানিয়েছে সেখানকার সিটি কাউন্সিল।
রোববার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ যুদ্ধবিরতি থাকবে, বলেছে তারা। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী শহরটির বেসামরিক নাগরিকরা স্থানীয় সময় দুপুর ১২টা থেকে নির্ধারিত পথ ধরে শহরটি ছাড়তে পারবেন বলে জানিয়েছে বিবিসি।
বেসামরিকদের শহর ছাড়ার সুযোগ দিতে শনিবারও শহরটিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল; কিন্তু বিরতি শুরুর খানিকক্ষণ পরই ফের গোলাবর্ষণ শুরু হলে ওই যুদ্ধবিরতি বাতিল হয়ে যায়।
সিটি কাউন্সিল যে সময়ে যুদ্ধবিরতির কথা জানায়, তার খানিকক্ষণ পর থেকেই তা শুরু হওয়ার কথা থাকলেও শহরটির চারপাশে যুদ্ধ থেমেছে কিনা তা জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়ে বেসামরিকরা তিনটি নির্দিষ্ট স্থান থেকে বাসে করে জেপোরোজিয়ায় গিয়ে শেষ হয়েছে এমন একটি পথে যেতে পারবেন।
অন্য গাড়ি করেও বের হওয়া যাবে, সেক্ষেত্রে গাড়িগুলোকে বাসের পেছনে থাকতে হবে এবং গাড়ির কোনো আসন খালি রাখা যাবে না। বেসামরিকদের এই বহরের নেতৃত্বে থাকবে রেডক্রসের যান।