গোপালগঞ্জে টহলের সময় পুলিশ সদস্যের মৃত্যু
গোপালগঞ্জ সদর থানায় টহলের সময় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে মনিরুজ্জামান (৩৬) নামে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
মৃত মনিরুজ্জামান ফরিদপুরের বোয়ালমারী থানার লংকারচর গ্রামের মৃত ইমাম হাসান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, আজ বুধবার রাতে থানায় টহল ডিউটি পালন করছিলেন মনিরুজ্জামান। ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ পড়ে যান তিনি। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামানের স্ত্রী পুলিশ সদস্য ছালমা জানান, তাঁর স্বামী আগে থেকে হৃদরোগে ভুগছিলেন।