যাত্রাবাড়ীতে জুতার গুদামে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে লাগা এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ।
রাশেদ বিন খালেদ বলেন, ‘আজ দুপুর ২টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আমাদের ছয়টি ইউনিট কাজ করলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।’
জুতার গুদামে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন রাশেদ বিন খালেদ।