অঙ্ক কষে মিম বললেন, এক বছর
আজ দুপুরে এক রিংয়েই মুঠোফোনে পাওয়া গেল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। তখন তিনি শুটিংয়ে ব্যস্ত। নায়িকা শুটে ব্যস্ত থাকবেন সেটাই স্বাভাবিক; মিমের কাছে জানতে চাওয়া কীসের শুট? উত্তর এলো, ঈদের নাটকের।
চিত্রনায়িকা নাটকের শুটে শুনে আগ্রহ বেড়ে গেল। ততক্ষণে জানা হয়ে গেছে, জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় আজ থেকে শুট শুরু হয়েছে নাটকের। মিমের সঙ্গী জনপ্রিয় তারকা তাহসান রহমান খান।
নাটকের নাম? কিছুক্ষণ ভেবে উত্তর মিলল, ‘এখনও ঠিক হয়নি।’
আপনি তো নাটকে কাজ কম করেন, কত দিন পর নাটকের শুটে এলেন? মিম বেশ কিছুটা ভেবে হিসাব কষে জানালেন, ‘আমার শেষ নাটক মুক্তি পেয়েছে ২০২১ সালের জানুয়ারিতে।’ আনুমানিক একটা তারিখও জানালেন...। পরে হিসাব শেষ করে ফাইনাল উত্তর, ‘এক বছরের বেশি সময় পর।’
চিত্রনায়িকার নাটকে কাজ করার কী হেতু? মিমের উত্তর, ‘আমি বিশেষ দিবসে অনুরোধে নাটকে কাজ করি। গল্পসহ সব কিছু পছন্দ হয়ে গেল, সে কারণেই কাজটা করা।’
নাটক তো গেল, সিনেমার কোনও আপডেট আছে? ‘ভিন্নধর্মী একটা গল্প নিয়ে কথাবার্তা চলছে, ফাইনাল হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব,’ এটুকুতেই শেষ হলো মিমের সঙ্গে আলাপচারিতা।
এর পর নাটকের বিস্তারিত জানতে একাধিক মাধ্যমে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া গেল না। পরিচালক হয়তো তাহসান-মিমকে সামলাতে ব্যস্ত; তাই জানা গেল না ঈদ-নাটকের গল্পসহ বিস্তারিত। পাঠক, জানা মাত্রই আপনারা জেনে যাবেন।