সালমানের নতুন বিপদ!
বয়স হলো ৫০, বহুবছর ধরে ঘাড়ে চেপে বসা মামলা থেকে নিস্তার পেয়েছেন। কিন্তু মামলা আর সালমানের ‘বন্ধুত্ব’ যেন ‘শেষ হইয়াও হইল না শেষ’! তিনি এখন ভাবতেই পারেন, এ জীবনে মামলা-মোকদ্দমার ঝক্কি থেকে রেহাই নেই তাঁর! জন্মদিনে ভক্তদের জন্য নতুন এক উপহারের ঘোষণা দিলেন, তাতেই লাগল গোলযোগ। মিসমালিনী থেকে বিস্তারিত খবরে জানা গেল, দাবাং খানের উদ্বোধন করা খানমার্কেট অনলাইন শপটি নিয়েই গোলমাল বেধে গেছে।
রেজিস্ট্রেশন এখনং পুরোপুরি করা হয়নি সালমানের ‘খানমার্কেটঅনলাইন ডটকম’-এর। এদিকে, দিল্লিতে একই নামে রয়েছে এক বিখ্যাত মার্কেট, ‘খান মার্কেট! এই নাম নিয়েই ঝামেলার শুরু। খান মার্কেটের মুখপাত্রদের বক্তব্য, একই নাম ব্যবহার করার অধিকার নেই সালমানের। খান মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব মেহরা বলেছেন, ‘আমাদের মার্কেটের সুনাম দুনিয়াজোড়া। নামটি তিনি (সালমান খান) কীভাবে ব্যবহার করতে পারেন? তিনি যদি তাঁর পোর্টালে কোনো মূল্যছাড়ের ঘোষণা দেন, ক্রেতারা তো আমাদের কাছে এসে কম দামে জিনিস চাইবেন! ক্রেতার দ্বিধান্বিত হয়ে পড়বেন। বহুদিন ধরে এই নামটা আমাদের, কাজেই এর ওপর আমাদের আলাদা একটা অধিকার রয়েছে।
এ নিয়ে নতুন বছরের জানুয়ারির ৪ তারিখেই আদালতে দফারফা করতে চান দিল্লি মার্কেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা। ওদিকে সঞ্জয় উপাধ্যায় নামের একজন আইনজীবী এ বিষয়ে শংকার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন। ‘এখানে ট্রেডমার্কের কোনো সমস্যাই নেই। দেশে নিঃসন্দেহে একই নামের হাজার হাজার মার্কেট রয়েছে। কাজেই অপ্রাসঙ্গিক অভিযোগ হিসেবে এটি সামান্যতেই বাতিল হয়ে যাবে, যদি আদৌ তাঁরা চূড়ান্ত অভিযোগ করে থাকেন।’
এ বিষয়ে সালমান খান কোনো মন্তব্য করেননি অনুমিতভাবেই। মামলা মিটে যাওয়ার পর থেকে তিনি বহু সতর্ক হয়েছেন বটে! ‘সুলতান’ নিয়েই এখন ব্যতিব্যস্ত তিনি।