সাভারে এজাহারভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
রংপুরের পীরগাছায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত চার আসামি এবং কুপিয়ে হত্যা মামলার একজনসহ পাঁচ এজাহার নামীয় আসামিকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। পরে গ্রেপ্তার হওয়া চারজনকে রংপুরের পীরগাছা থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায় র্যাব-৪।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ আরও জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছায় ইমরোজ হোসেন রনি নামে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন। এ ছাড়া আত্মহত্যার সময় ওই যুবক ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরও কিছু সদস্যকে দায়ী করেন।
এই ঘটনায় নিহত যুবকের স্বজনরা মামলা করলে আত্মগোপনে চলে যান আসামিরা।
পরে র্যাব-৪-এর একটি দল গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সাভারের হেমায়েতপুরের একতা হাউজিং এলাকা থেকে আত্মহত্যার প্ররোচনা মামলার শাজাহান ইসলাম, ইমদাদুল হক, শামীমা ইয়াসমিন ও বীথি আক্তার নামে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
অপরদিকে গাজীপুরের পানিশাইল এলাকায় নিজাম উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সোহেলকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।