মাওয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে উদ্ধারকারী জাহাজ রুস্তম
মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে উদ্ধারকাজে অংশ নিতে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকার উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।
তবে রুস্তম ঘটনাস্থলে পৌঁছার পরই মূল উদ্ধারকাজ শুরু হবে। রুস্তমের ঘটনাস্থলে পৌঁছাতে গভীর রাত হয়ে যেতে পারে। ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী বলেন, ‘মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম রওনা হয়েছে। ঘটনাস্থলে আসতে গভীর রাত হয়ে যাবে। তারপর মূল উদ্ধার কাজ শুরু হবে।’
আজ রোববার বেলা আড়াইটায় এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কার্গোর ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায়। যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হন।
ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া যাত্রী জাকির হোসেন জানান, পেছন থেকে একটি কার্গো জাহাজ এই লঞ্চকে ধাক্কা দিলে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি তলিয়ে যায়। ততক্ষণে অনেক যাত্রী লাফিয়ে পানিতে পড়ে সাঁতরে তীরের দিকে যায়। সাকিল, মোকসেদাসহ কয়েকজন কলেজ শিক্ষার্থীও সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনায় ১৫-২০ জনের মতো মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।