সাভারে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
সাভারে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে আল আমিন হাসান (২৭) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
ওই শিশুটি সাভার পৌর এলাকার একটি মাদ্রাসার ছাত্র।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ বলছে, গতকাল শুক্রবার রাতে ওই মাদ্রাসার ১০ বছরের এক শিশুকে হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন শিক্ষক আল আমিন। পরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। এরপর শিশুটির পরিবার সাভার মডেল থানায় ওই শিক্ষককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতেই ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল কাদির সৈকত জানান, ওই শিক্ষককে সকালে আদালতে পাঠানো হয়েছে।