খরা কাটিয়ে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ
তিন ম্যাচ বিরতি দিয়ে আবারও আইপিএলে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন দিল্লি ক্যাপিটালসের এই পেসার।
দিল্লির বোলিং তোপে পাঞ্জাব মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। এই নিয়ে চলতি আসরের ৫ ম্যাচে ফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ৪-এ।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দিল্লি। শিখর ধাওয়ানকে (৯) ফিরিয়ে ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ললিত জাদব। অপর ওপেনার তথা দিল্লির অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (১৫ বলে ২৪) ক্রমেই সেট হয়ে গিয়েছিলেন। তাকে সরাসরি বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। ২৩ বলে সর্বোচ্চ ৩২ রান করেন মিডল অর্ডারে নামা জিতেশ শর্মা।
শেষদিকে রাহুল চাহার ১২ বলে ১২ আর আশাদীপ সিং ৯ রান না করলে পাঞ্জাবের ইনিংস ১০০ ছাড়াত কিনা সন্দেহ। দলের ৭ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। বল হাতে দিল্লির প্রায় সবাই ভালো করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ, ললিত যাদব, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। তবে ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য শার্দুল ঠাকুর।