পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আজ বুধবার (৪ ডিসেম্বর) মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
সোশ্যাল মিডিয়াতে নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন মুস্তাফিজ। এক পোস্টে বাঁহাতি পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। তাদের জন্য দোয়া করবেন।’
পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান সফরে নেই মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগেই ছুটি নিয়েছেন তিনি। দল ঘোষণার দুদিন পর জানালেন বাবা হওয়ার সুখবর।
২০১৯ সালের মার্চে শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ। সম্পর্কে মুস্তাফিজের স্ত্রী ছিলেন তার মেজ মামা রওনাকুল ইসলামের মেয়ে। শিমুকে আগে থেকেই পছন্দ করতেন মুস্তাফিজের মা মাহমুদা খাতুন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া শিমু সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি হন। বিয়ের পর স্নাতক শেষ করেন বাংলাদেশি তারকার স্ত্রী।