কুলিয়ারচরে কৃষকের ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুন্দর আলী নামে এক কৃষকের তিন একর জমির ধান দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনায় ভেঙে পড়েছেন ওই কৃষক। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত উপজেলার রামদি ইউনিয়নের ছাড়াকান্দি গ্রামের বিল থেকে সুন্দর আলীর তিন একর জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এর আগে এমন ঘটনা ওই এলাকায় ঘটেনি বলে দাবি তাঁদের। এমন ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় কৃষক জয়নাল আবেদিন বলেন, ‘ফসলি জমি থেকে ধান কেটে নিয়ে যাওয়ার এমন ঘটনা আগে কখনো শুনিনি। এই ধরনের জঘন্য কাজ যাঁরা করেছে তাঁদেরকে চিহ্নিত করে আইনের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’
ক্ষতিগ্রস্ত কৃষক সুন্দর আলী বলেন, ‘পরিবারের সারা বছরের খাবারের জন্য এই জমিতে ধান চাষ করেছি। আর কদিন পরই পাকা ধান ঘরে উঠত। কিন্তু, কারা যেন রাতের আঁধারে আমার জমি থেকে ধান কেটে নিয়ে গেছে। এই জমিগুলোর ধান আমার পরিবারের সারা বছরের আহার যোগায়।’
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আলাল উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘একজন কৃষক তাঁর কষ্টের ফসল ঘরে তোলার আগে সেই জমির ফসল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যাওয়া খুবই বেদনার। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।’
ইউপি চেয়ারম্যান এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসবেন বলেও আশ্বাস দেন।