রাজধানীর সেগুনবাগিচায় তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোড এলাকা থেকে তাসমিয়া তারমীন তাসমি (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ সংবাদ পেয়ে তোপখানা রোডের একটি ১৪তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজ বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাসমিয়া তারমীন তাসমি তোপখানা রোডের ওই বাসায় তার পালক বাবা-মার কাছে থাকতেন। তার পালক বাবার নাম আবুল কাশেম। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠাযন হয়েছে।’
পরিবারের বরাত দিয়ে মওদুদ হাওলাদার আরও বলেন, ‘গত দুদিন আগে তাসমিয়া তারমীন তাসমি রুমের দরজা বন্ধ করে দেয়। পরে তার কোনো সাড়াশব্দ ছিল না। আজকে দরজা ভেঙে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।’
প্রায় সময় তাসমিয়া তারমীন তাসমি দরজা বন্ধ করে থাকতেন। এ কারণে পরিবার বুঝতে পারেনি। পরে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান ওসি মওদুদ হাওলাদার।