আমরা স্বস্তি বোধ করছি : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘এ রায়ের ফলে আমরা ন্যায়বিচার পেয়েছি এবং স্বস্তি বোধ করছি। বুদ্ধিজীবী পরিবারগুলো স্বস্তি পেয়েছে। ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ সঠিক রায় দিয়েছেন বলে আমি মনে করি।’
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
urgentPhoto
মাহবুবে আলম বলেন, যাঁরা বিচারপ্রার্থী ছিলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে জাতির প্রত্যাশা পূরণ করেছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামী রিভিউ করলে তার রায় কী আসে, সে জন্য অপেক্ষা করতে হবে। এর পরই রায় কার্যকরের প্রক্রিয়াটি শুরু হবে।
এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।