২০২৪ সালের মধ্যে ২০০ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা রাশিয়ার
চীনের সঙ্গে ২০২৪ সালের মধ্যে ২০০ বিলিয়ন অর্থাৎ ২০ হাজার কোটি মার্কিন ডলার বাণিজ্যের আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের সঙ্গে পণ্য বিনিময় এবং বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনার কথা বলা হয়েছে।
ইন্টারফ্যাক্স বলছে, ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং বৈরিতার মাঝে রাশিয়া এখন পূর্বশক্তি চীনের দিকে নজর দিচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীনের কোম্পানিগুলো হয়তো সতর্কতা অবলম্বন করবে। তবে বেইজিং সরকার মস্কোর সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম বাড়াতে প্রস্তুত।