রাজস্থানের যোধপুরে সংঘর্ষ, পুলিশি পাহারায় ঈদের নামাজ
ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে পরশুরাম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যোধপুরের জালোরি গেট এলাকায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সোমবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর গুজব ছড়ানো বন্ধ করতে যোধপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আজ মঙ্গলবার যোধপুরে পুলিশি পাহারায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে-গ্যাসের শেল নিক্ষেপ এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতা স্থানীয় পুলিশ পোস্টেও আক্রমণ করেছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, ‘উত্তেজিত জনতার পাথর নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উল্লেখ্য, ভারতে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব চলছে।