পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিন শিশু ও সেনাসহ নিহত ৬
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা সদস্য এবং তিন শিশু নিহত হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও টিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের পেশওয়ারের সারবান্দ এলাকায় মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্তের গুলিতে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুজন নিহত হন।
পাকিস্তানের আইএসপিআর জানায়, সামরিক বাহিনীর নিহত তিন জন হলেন—ল্যান্স হাবিলদার জুবাইর কাদির, সিপাহি আসগর ও কাসিম মাকসুদ।
এ ছাড়া নিহত তিন শিশু হলো—আনাম (৪), আহসান (৮) ও আহমেদ হাসান (১১)।
আফগানিস্তান সীমান্তবর্তী মিরান শাহ এলাকায় আত্মঘাতী এক ব্যক্তি নিজের গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে টহলরত তিন সেনা ও তিন শিশুর মৃত্যু হয়। শিশুরা সেখানে খেলছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিজ্ঞা করেছেন।
টুইটে শাহবাজ শরিফ হামলাকারীদেরকে ইসলাম ও মানবতার শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘দেশ থেকে এই বর্বরতা ও ভয়াবহ নৃশংসতা নির্মূল করার আগে আমি বিশ্রাম নেব না।’