শ্রীলঙ্কাকে ৪০০ রানের নিচে আটকে রাখতে চায় বাংলাদেশ
বন্দরনগরী চট্টগ্রামে গরম এবং আর্দ্র আবহাওয়ার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ বোলার নিয়ে মোকাবিলায় নামে বাংলাদেশ। প্রথম দিনে বড় কোনো সাফল্য না পেলেও দলকে খেলায় রেখেছেন বোলাররা।
গত বছর পাল্লেকেলেতে শ্রীলঙ্কা সফরে পাঁচ সদস্যের বোলিং ইউনিট খেলতে নেমেছিল বাংলাদেশ। অবশ্য সেই সফরের পর থেকে জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়টিরও বেশি টেস্টে প্লেয়িং ইলেভেনে চার বোলার নিয়ে নামে দল।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলে স্পিন কোচ রঙ্গনা হেরাথ সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, আমাদের যদি টেস্টে পাঁচজন বোলার থাকে, তাহলে এটি আমাদের ২০ উইকেট নিতে সাহায্য করবে। প্রচণ্ড গরম আবহাওয়ার মধ্যে এটি বোলারদের কাজটা সহজ করে দেয়। অন্যদের কিছুটা বিশ্রাম দেয়।’
এদিন সাকিব আল হাসান ১৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেন। করোনা থেকে সেরে উঠার পর দলে যোগ দেন এই তারকা অলরাউন্ডার। সাকিব দ্রুত ছন্দে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী হেরাথ। সাবেক শ্রীলঙ্কান স্পিনার এ ব্যাপারে বলেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম যে, সে অনুশীলন ছাড়াই খেলতে নামতে পারবে। খুব বেশি অনুশীলন না করেও সে তার প্রথম বলেই প্রমাণ দিয়েছে।’
বাংলাদেশ দলের স্পিন কোচ আরও বলেন, ‘আজ সে (সাকিব) খুব ভালো বল করেছে। সে ছিল সবচেয়ে মিতব্যয়ী বোলার। সাকিব দলে থাকলে ভারসাম্য এনে দেয়।’
শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করেছে। প্রথম দিনে বাংলাদেশের বোলাররা ভালোই খেলেছেন বলে মনে করেন তিনি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিপক্ষকে ৪০০ এর নিচে আটকে রাখতে হবে।
এ ব্যাপারে হেরাথ বলেন, ‘টেস্ট ম্যাচের প্রথম দিনে বোলাররা যেভাবে করেছে তাতে আমি খুশি। ভালো বোলিং করেছেন সাকিব ও তাইজুল। নাঈমও নেন দুই উইকেট। গত ১৮ মাসে তিনি খুব বেশি ক্রিকেট খেলেননি, তবে প্রচুর অনুশীলন করছে। তার কিছুটা আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, যখন সে প্রথম বলে উইকেটটি পেয়েছিল, তখন তার আত্মবিশ্বাস বেড়েছে।’
‘আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব তাদের দুটি উইকেট তুলে নিতে পারলে ভালো হবে। আমরা তাদের ৪০০ রানের নিচে আটকে রাখতে চাই। তাদের এম্বুলদানিয়া, মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার মতো ভালো স্পিনার রয়েছে। আগামীকাল এবং পরশু আমাদের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’